ভুট্টাক্ষেতে মিলল সাড়ে ১১ কেজির বোয়াল

  10-06-2021 07:37PM

পিএনএস ডেস্ক : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীর তীরে ভুট্টাক্ষেত থেকে সাড়ে ১১ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়ায় তিস্তা নদীর তীরে ভুট্টাক্ষেত থেকে মাছটি ধরা পড়ে।

মাছটি বিক্রি না করে জমির মালিক ও মাছ ধরার সঙ্গে সম্পৃক্তদের ভাগাভাগি করে দেওয়া হয়েছে। ভুট্টাখেতে বোয়াল মাছ পাওয়ার ঘটনায় স্থানীয়রা তা দেখতে ব্যাপক ভিড় জমান।

জমির মালিক ফারুক বলেন, ‘তিস্তা নদীতে পানি কমে যাওয়ার ফলে তীরবর্তী ফসলি জমি ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। খবর পেয়ে ছুটে যাই ভুট্টাক্ষেতে। ওই সময় পানির স্রোতে ভুট্টাক্ষেতে দুটি বড় আকারের মাছ দেখা যায়। পরে এলাকার কয়েকজন মিলে একটি বোয়াল মাছ ধরলেও আরেকটি মাছ নদীতে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘সাড়ে ১১ কেজির মাছটি বিক্রি না করে মাছ ধরার সময় সহযোগীদের সবাইকে ভাগ করে দিয়েছি।’ স্থানীয় জেলে মানিক মিয়া বলেন, ‘বোয়াল মাছ সহজে জেলেদের জালে ধরা পড়ে না। বাজারে মাছটি ২০ হাজার টাকা দামে বিক্রি করা যেত।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন