পাইকগাছায় সড়কের উপর বিদ্যুৎ খুটি:তাৎক্ষণিক সিদ্ধান্ত ও বাস্তবায়ন

  11-06-2021 07:59PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : শুধু মিটিং-সিটিং সেরে নাস্তা ও রেজুলেশন করেও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়না এমন নজির বহু। আবার তাৎক্ষনিক পদক্ষেপে দীর্ঘদিনের জটিল সমস্যারও সমাধান হয়েছে এমন দৃষ্টান্ত চোখে পড়েছে।

দেশে চরম করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালে বৃহস্পতিবার দুপুরে খুলনার পাইকগাছা পৌর বাজার পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকি ও ওসি মো. এজাজ শফী পৌরসভার প্রাণকেন্দ্র চৌরাস্তা সড়কের উপর পল্লী বিদ্যুৎ এর দুটি খুঁটি স্থানান্তর পরিকল্পনা করলেন। কারন এ দুটি খুঁটি বছরের পর বছর ধরে গোঁদের উপর বিষ ফোঁড়ার মতো সমস্যার কারন হয়ে দাঁড়িয়েছিল। পথচারী সহ যানজটে মারাত্মক ভাবে বিঘ্নিত হতো। তাই যে কথা, সেই কাজ। মুহুর্তেই মোবাইলে পল্লী বিদ্যুৎ এর জোনাল ম্যানেজারকে ডাকা হয়। এ সময় গণমাধ্যমকর্মীরা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সমস্যা সমাধানে ৩জনই রাস্তায় দাঁড়িয়ে খুঁটি সরানোর পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। এর অংশ হিসেবে শুক্রবার সকালে পল্লী বিদ্যুৎ কর্মীরা খুঁটি স্থানান্তর করেন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন