প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি ফুলমতি

  21-06-2021 07:33PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের ২০০ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাঁকা ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

গত রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ঘরের চাবি হস্তান্তর করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ঘর হস্তান্তর উপলক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল,বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপকারভোগী ফুলমতি বেগম, প্রমূখ। কথা হয় ফুলমতির সাথে তিনি বলেন আমার একটুকু মাথা গোজাবার ঠাই ছিল না, প্রধান মন্ত্রীর ঘর পেয়ে আমি মহাখুশি হয়েছি বাবা। তাই প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ,।অল্লাহ তাঁকে হাজার বছর হায়াত দান করুক। পরে উপকারভোগীদের মাঝে ঘরসহ জমির কাগজপত্রাদির ফাইল তুলে দেন অতিথিগণ।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন