শেরপুরে আদিবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  21-06-2021 07:39PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় শ্রীমতি সুন্দরী তাঁতি (৫৫) নামের এক আদিবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১জুন) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাতিগাড়া গ্রামস্থ বসতবাড়ির নিজ শয়নকক্ষ থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়। সেইসঙ্গে ময়না তদন্তের জন্য লাশ বগুড়ায় পাঠানো হয়েছে। নিহত শ্রীমতি সুন্দরী তাঁতি ওই গ্রামের শ্রী মনি তাঁতির স্ত্রী।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, রবিবার (২০জুন) সন্ধ্যার দিকে বাড়ির লোকজন শ্রীমতি সুন্দরী তাঁতিকে ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে ঢুকে শয়নকক্ষের তীরের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পারিবারিক কলহের জেরধরে স্বামীর ওপর অভিমান করে ওই নারী ঘরের তীরের সঙ্গে শাড়ী কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল এটি হত্যা না আত্মহত্যা তা সঠিক করে বলা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন