ভারত থেকে নিয়ে আসা ১ মণ গাঁজা উদ্ধার

  21-06-2021 07:45PM

পিএনএস ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগাহাট সীমান্ত অভিযানে চালিয়ে ভারতীয় এক মণ ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার বেলা ১১টার দিকে সেগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আজ বেলা ১১টার দিকে গংগাহাট সীমান্তে দিয়ে উভয় দেশের চোরাকারবারীদের যোগসাজশে আন্তর্জাতিক ৯৪২ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশে নিয়ে আসার সময় কাশিপুর ক্যাম্পের হাবিলদার মাসুদ রানার নেতৃত্বে একদল বিজিবি’র সদস্য চোরাকারবারীকে ধাওয়া করে।

এ সময় গাঁজার বড় বড় পটলা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে বিজিবি’র টহলরত সদস্যরা উদ্ধারকৃত গাঁজার পটলাগুলো ক্যাম্পে নিয়ে আসে।

এ ঘটনার সত্যতার নিশ্চিত করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম মোহাম্মদ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন