কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি

  22-06-2021 01:46AM

পিএনএস ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকায় পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার সন্ধ্যায় পচট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য নিয়ে মাঝিরঘাট এলাকায় আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ওসি এ বি এম মিজানুর রহমান।

তিনি বলেন, পণ্যবাহী লাইটার জাহাজ ‘এমভি রুহুল আমিন খান’ মাঝিরঘাটে ভেড়ানোর সময় ‘ওটি মিক হৃদয়-১’নামের তেলবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। তেলবাহী জাহাজটি সেখানে নোঙর করা ছিলো। ধাক্কা দেয়ার পর ‘রুহুল আমিন খান’ জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। এ সময় আশপাশের নৌযান গিয়ে নাবিকদের উদ্ধার করে। তারা এখন নিরাপদে আছেন। বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ভিডিও চিত্রে দেখা যায়, দুর্ঘটনায় এমভি রুহুল আমিন খানের বেশির ভাগ অংশই ডুবে আছে। ‘ওটি মিক হৃদয়-১’নামের তেলবাহী জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনাস্থলে নৌ পুলিশের তৎপরতা রয়েছে।

চট্টগ্রাম বন্দরসচিব মো. ওমর ফারুক বলেন, দুর্ঘটনার পর বন্দর থেকে উদ্ধার কার্যক্রমে পদক্ষেপ নেয়া হচ্ছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন