বরিশালে করোনায় ৫ জনের মৃত্যু

  24-06-2021 12:02PM

পিএনএস ডেস্ক: বরিশাশের শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনায় আক্রান্ত শনাক্তের হার ২৪ ঘণ্টায় বেড়েছে ১০ শতাংশ। এখন পর্যন্ত করোনা ইউনিটে ভর্তি হওয়া ২ হাজার ২২৫ জনের মধ্যে ৬৭৯ জনের পজিটিভ এসেছে। বাকি ১৫৫৯ জন করোনা নেগেটিভ এসেছে।

বরিশাল বিভাগের ছয় জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ১২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৭৩। এ সময়ে চারজনের মৃত্যু হয়েছে। দুজন করোনায় আক্রান্ত হয়ে, বাকি দুজন উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯৮ জানিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ৬৭৩ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৯৮ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৩৬ জন নিয়ে মোট ৭ হাজার ৪৬২ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪ জন নিয়ে মোট ২ হাজার ৪০৪ জন, ভোলা জেলায় নতুন ৬ জন নিয়ে মোট শনাক্ত ২ হাজার ১৪ জন, পিরোজপুর জেলায় নতুন ৫২ জন নিয়ে মোট ১ হাজার ৯৪৭ জন, বরগুনা জেলায় নতুন কেউ শনাক্ত হয়নি। ফলে এই জেলায় এখন পর্যন্ত মোট শনাক্ত ১ হাজার ৩৪৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২৪ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫০০-তে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ বছর বয়সী সবিতা এবং পিরোজপুর জেলা হাসপাতালে ৬০ বছর বয়সী আব্দুল মালেক মৃত্যুবরণ করেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার) শেবাচিমের করোনা ইউনিটে মোট ১৫ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি দুজন মৃত্যুবরণ করেন। করোনা ওয়ার্ডে এখন ৬৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ২৫ জনের করোনা পজিটিভ এবং ৪২ জন আইসোলেশনে রয়েছে।

তিনি জানান, আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ৪৪ দশমিক ৪৪ শতাংশ পজিটিভ শনাক্ত হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) এই ল্যাবে মোট পরীক্ষা করেছিলেন ১৮৯ জন। যার মধ্যে ৩৩ দশমিক ৩৩ শতাংশ পজেটিভ শনাক্ত হয়েছিল।

প্রসঙ্গত, বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন