করোনা পরীক্ষার ফল জানার আগেই মারা গেলেন ধর্মীয় বক্তা

  24-06-2021 07:54PM

পিএনএস ডেস্ক : জ্বরের লক্ষণ ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন খ্যাতিমান ধর্মীয় বক্তা, বিশ্বনাথ উপজেলার সৎপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ, প্রখ্যাত শায়খুল হাদিস মাওলানা ছালিক আহমদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় তার মৃত্যু হয়।

মাওলানা ছালিক আহমদ বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া আমাদের সময়কে বলেন, ‘গত মঙ্গলবার জ্বরের লক্ষণ-তীব্র শ্বাসকষ্ট নিয়ে সিলেট নগরীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন মাওলানা ছালিক আহমদ। পরে করোনা পরীক্ষার জন্যে হাসপাতালে তার নমুনা নেওয়া হয়। কিন্তু নমুনা পরীক্ষার ফলাফল জানার আগেই তিনি আজ সকালে মারা যান।’

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ গ্রামের ভুরকী হাবিবিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসা মাঠে মাওলানা ছালিক আহমদের জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা মাছরুর আহমদ। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন