করোনাভাইরাস : বরিশালে সর্বোচ্চ আক্তান্তের দিনে মৃত্যু ১৩

  18-07-2021 05:20PM

পিএনএস ডেস্ক : বরিশাল বিভাগের পাঁচ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬০০ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৫৭ দশমিক ১৪ শতাংশ।

এর আগের গতকাল ২৪ ঘণ্টায় (শনিবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ১৫৬ জন। আক্রান্তের হার ছিল ৬৪ দশমিক ৩৮ শতাংশ। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এই তথ্য জানিয়েছে।

অন্যদিকে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৪০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২৮৩ জন।

যার মধ্যে ৮৯ জনের করোনা পজিটিভ এবং ১৯৪ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরটি পিসিআর ল্যাবে ২৮৯ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১০৮ জন পজিটিভ ও ৭৪ জনের নেগেটিভ শনাক্ত হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন