সোমবার থেকে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে যান চলাচল শুরু

  18-07-2021 09:31PM

পিএনএস ডেস্ক : ট্রাকের ধাক্কায় রেলিং ভেঙে ঝুঁকিপূর্ণ হওয়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কের ১৫ কিলোমিটার কলাতলী পাহাড় এলাকার বেইলি ব্রিজটির সংস্কার কাজ শেষ হয়েছে। ফলে সোমবার (১৯ জুলাই) সকালে থেকে স্বাভাবিক হবে যান চলাচল।


সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, ওই বেইলি ব্রিজটি মেরামতের কাজ শেষ হয়েছে বিকেলে। রাতে পর্যবেক্ষণ করা হবে এবং সোমবার সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক হবে।

এর আগে, গত ১৬ জুলাই রাতে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ব্রিজটির রেলিং ভেঙে যায়। ব্রিজটিও একপাশে ঝুঁকে পড়ে। শনিবার (১৭ জুলাই) সকাল থেকে ছোট যানবাহনগুলো পারাপার হচ্ছিল। তবে দু’টি ওভারলোড ট্রাক পারাপার হওয়ায় ওইদিন সকাল ১০টার পর থেকে ব্রিজটি দিয়ে যান চলাচলের জন্য সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার কারণে স্থানীয়রা ও সওজ বিভাগ ব্রিজটি যান চলাচলের জন্য বন্ধ করে সংস্কার কাজ শুরু করে। আর এতে দু’দিকে অসংখ্য যানবাহন আটকে পড়ে।

এদিকে, কোরবানির ঈদের আগে দ্রুত সময়ে ব্রিজটি সংস্কারে সওজ বিভাগ উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের ভোগান্তী অনেকটাই কমেছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন