দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে স্ব‌স্তির ঈদযাত্রা

  19-07-2021 11:41AM


পিএনএস ডেস্ক: ঢাকামুখী যাত্রী ও যানবাহ‌নের চাপ নেই দে‌শের দ‌ক্ষিণ প‌শ্চিমাঞ্চ‌লের ২১‌ জেলার প্রবেশদ্বার হি‌সে‌বে প‌রি‌চিত দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে। কর্মস্থল থে‌কে যাত্রী ও যানবাহ‌নের চাপ সেভা‌বে দেখা যায়‌নি।

দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টের জি‌রো প‌য়েন্ট থে‌কে ঢাকা খুলনা মহাসড়‌কে ফে‌রি পারাপা‌রের আজ সোমবার সকা‌লে অপোক্ষায় র‌য়ে‌ছে শতা‌ধিক যানবাহন। ত‌বে ফে‌রি আসার সা‌থে সা‌থেই তা‌দের‌কে ছে‌ড়ে দি‌চ্ছে পু‌লিশ।

অন্যদি‌কে, রাজবাড়ী কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের গোয়ালন্দ মোড় এলাকায় গাড়ীর কোন সা‌রি দেখা যায়‌নি। দে‌শের বি‌ভিন্ন স্থান থে‌কে দূরপাল্লার বাস ও ট্রাকসহ বি‌ভিন্ন যানবাহন গোয়ালন্দ মোড় হ‌য়ে দৌলত‌দিয়া ফে‌রিঘাট এলাকায় আস‌ছেন। সেখান থেকে কোন ঘা‌টে ফে‌রি‌তে কত‌টি গাড়ী দরকার সেই চা‌হিদা অনুযায়ী গাড়ী ছে‌ড়ে দি‌চ্ছে পু‌লিশ। ঢাকামুখী এসব যানবাহন‌কে আধঘণ্টার ম‌তো অপেলক্ষা কর‌তে হ‌চ্ছে ফে‌রি‌তে ওঠার জন্য।

ঢাকার গাবত‌লী থে‌কে ছে‌ড়ে আসা যাত্রী র‌ফিকুল ইসলাম ব‌লেন, 'গাবত‌লী থে‌কে ভোর ৫টা ২০‌মিনি‌টে বা‌সে চ‌ড়ে‌ছি। সকাল ৮টায় দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে পৌঁ‌ছে‌ছি।'

দৌলত‌দিয়া বাসস্টান্ড থে‌কে মাইক্রোযবা‌সে গোপালগঞ্জগামী যাত্রী আকবর হো‌সেন ব‌লেন, মাইক্রো বা‌সে ভাড়া একটু বে‌শি নি‌চ্ছে। তবে ঈদেঢর সময় সামান্য ভাড়া বে‌শি এটা মে‌নে নি‌তে হয়। ঘাট এলাকায় যে ভাড়া নি‌চ্ছে সে‌টি এখন পর্যন্ত সহনীয়।

দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টের ম্যানেজার মো. শিহাব উদ্দীন ব‌লেন, দৌলত‌দিয়া পাটু‌রিয়া নৌরু‌টের কোন প্রা‌ন্তেই যাত্রী ও যানবাহ‌নের চাপ নেই। এ রু‌টে বর্তমা‌নে ১৬‌টি ফে‌রি চলাচল কর‌ছে। আজ বি‌কে‌লের মধ্যেই শাহজালাল না‌মে একটি ফে‌রি এ রু‌টে যুক্ত হ‌তে পা‌রে।

দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টের দা‌য়িত্বরত ট্রা‌ফিক ইন্সে ‌পেক্টর তারক চন্দ্র পাল ব‌লেন, এবার আমা‌দের এস‌পি স্যার বে‌শিরভাগ সময় ঘাট এলাকায় নি‌জে উপ‌স্থিত থে‌কে‌ছেন। এবার অনেকক গরুরগাড়ীর চাপ সামাল দি‌তে হ‌য়ে‌ছ। এবার ঢাকা খুলনা মহাসড়‌কের কোন অং‌শে যানজট সৃ‌ষ্টি হয়‌নি। এবা‌রের ঈদযাত্রা স্ব‌স্তির ছিল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন