পাইকগাছায় ১০ কেজি করে চাল পেল ১৮ হাজার পরিবার

  20-07-2021 07:22PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল পেয়েছে ১৮ হাজার ৩১১পরিবার। তবে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন কপিলমুনি ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আ. আজিজ বিশ্বাস। ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ৭ কেজি করে দেওয়ায় দুস্থ ও অসহায় উপকারভোগীরা প্রতিবাদ করতে থাকেন। এমন খবরে মিডিয়াকর্মীরা এসে দেখতে পান বিতরণকৃত চাল মাটিতে ঢেলে চালের উপর একাধিক ব্যাক্তি পা রেখে বালতিতে করে বিতরণ করছেন। ওজণে কমসহ ইউপি সদস্যের পরিবারের লোকদের দেওয়াসহ মাস্টাররোলে নাম থাকলেও চাল দিচ্ছেন না বলে অভিযোগ করেন উপকারভোগীরা। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে জানান মিডিয়াকর্মীরা। তিনি তার প্রতিনিধিকে পাঠানো হচ্ছে বলে জানান এবং ইউপি চেয়ারম্যানকে অবগত করেন। এসময় কপিলমুনি মেহেরুনেচ্ছা বালিকা বিদ্যালয় ১ ও ৩ নং ওয়ার্ডে সুষ্ঠভাবে চাল বিতরণ করা হয়। ইতিপূর্বে উক্ত ইউপি সদস্য সরকারি গম চুরি মামলায় জেলে যান। পরে ইউপি সদস্য আ. আজিজ বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ হয়নি। সকল ঘটনার স্টিল ছবি ও ভিডিও ফুটেজ সংরক্ষণ আছে।

উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অনুকূলে ১৮৩.১১ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়। হরিঢালী ১হাজার ৩৮২পরিবারের অনুকূলে ১৩.৮২০মেট্রিকটন, কপিলমুনি ১হাজার ৯৪৮পরিবারের অনুকূলে ১৯.৪৮০মেট্রিকটন, লতা ৬৪১পরিবারের অনুকূলে ৬.৪১০মেট্রিকটন, দেলুটি ৯১৮ পরিবারের অনুকূলে ৯.১৮০মেট্রিকটন, সোলাদানা ১হাজার ৩১৬পরিবারের অনুকূলে ১৩.১৬০মেট্রিকটন, লস্কর ১হাজার ২০৮পরিবারের অনুকূলে ১২.০৮০মেট্রিকটন, গদাইপুর ১হাজার ১৬১পরিবারের অনুকূলে ১১.৬১০মেট্রিকটন, রাড়–লী ১হাজার ৫৪৩পরিবারের অনুকূলে ১৫.৪৩০মেট্রিকটন, চাঁদখালী ২হাজার ২২৭পরিবারের অনুকূলে ২২.২৭০মেট্রিকটন, গড়ইখালী ১হাজার ৩৪৬পরিবারের অনুকূলে ১৩.৪৬০মেট্রিকটন ও পৌরসভার ৪হাজার ৬২১পরিবারের অনুকূলে ৪৬.২১০মেট্রিকটন চাল বরাদ্দ হয়। বরাদ্দকৃত চাল ঈদের আগেই স্ব স্ব ইউনিয়ন ও পৌরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট দুস্থ ও অসহায় উপকারভোগী পরিবারের মাঝে বন্টন করা হয়। সোমবার সকালে রাড়–লী ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গাজী, ট্যাগ অফিসার মীর নূরে আলম সিদ্দিকী ও ইউপি সদস্যবৃন্দ। অনুরূপভাবে পৌরসভার উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন, মেয়র সেলিম জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন