সন্ধ্যা ৭টার মধ্যে চট্টগ্রামে শতভাগ বর্জ্য অপসারণ: মেয়র

  21-07-2021 07:57PM

পিএনএস ডেস্ক : সন্ধ্যা ৭টার মধ্যে শতভাগ বর্জ্য অপসারণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র এম রেজাউল করিম চৌধুরী। নগরীর দামপাড়া ওয়াসার মোড় এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে বুধবার দুপুরে তিনি এ বিষয়ে কথা বলেন।


মেয়র বলেন, ঈদের দিন বিকেল চারটার মধ্যে নগরীতে কোরবানির পশুর ৭৫ শতাংশ বর্জ্য আমরা অপসারণ করতে সক্ষম হয়েছি।

তিনি জানান, ১০ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের পূর্ব ঘোষণা বাস্তবায়নে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, জোনের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও পরিচ্ছন্নতা বিভাগের সেবকরা কাজ করছেন।

তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য ৯৮ ভাগ অপসারণ করে ফেলতে পারব। বৃহস্পতিবারও কিছু পশু কোরবানি হবে। আমরা যে ঘোষণা দিয়েছি সে ব্যাপারে শতভাগ সফল হব।

মেয়র বলেন, নগরীতে যেখানে যেখানে চামড়ার নির্ধারিত জায়গা থাকবে সেখানে পরিচ্ছন্ন বিভাগের লোকজনও থাকবে। তারা বর্জ্য সংগ্রহ করবে।


পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন