মাদারীপুরে ট্রলারডুবি : নিহত ১, নিখোঁজ ১০

  25-08-2016 11:22PM



পিএনএস: মাদারীপুরের উকিলবাড়ি এলাকায় কুমার নদে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে এক নারী নিহত হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জন নিখোঁজ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় মাদারীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে যোগদান শেষে সন্ধ্যায় মাদারীপুর লঞ্চঘাট আড়িয়াল খাঁ নদী থেকে একটি ট্রলারযোগে সদর উপজেলার কলাগাছিয়া রওনা দেয়। রাত ৮টার দিকে তারা উকিলবাড়ির কুমার নদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি খালি বড় ট্রলার যাত্রীবাহী ট্রলারের ওপর উঠে গেলে ট্রলারটি ডুবে যায়। এ সময় যাত্রীবাহী ট্রলারে থাকা ৬০-৬৫ জনের মতো যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়।

স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও মাদারীপুর সদর থানা পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিখোঁজ কতজন রয়েছে তা এখনো বলা যাচ্ছে না। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্রলার ডুবির ঘটনায় আহত অবস্থায় কালগাছিয়া গ্রামের শুকচান বালার স্ত্রী ভানু মতিবালা (৬০) মাদারীপুর সদর হাসপাতালে আনার পর মারা যান। আহতদের কাছ থেকে জানা যায়, ননী বাড়ৈর (৫০), বিভা বিশ্বাসসহ (৪৫) ১০ জন নিখোঁজ রয়েছে।

এ ছাড়া ভাগরত বাড়ৈ, অবলা, হৃদয় মন্ডল, রেবা বিশ্বাস, সুমন মন্ডল চিকিৎসা নিচ্ছে। তবে তাদের অবস্থা ভালো।


পিএনএস/ বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন