কয়রায় ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

  26-08-2016 11:34AM


পিএনএস, খুলনা : খুলনা জেলার কয়রা উপজেলার সুন্দরবনের ফুলতলা নামক স্থানে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু নিহত হয়েছে।

নিহত জলদস্যুর নাম আবু বক্কার সর্দার ওরফে বক্কার। সে সুন্দরবনের জলদস্যু সাইজ্যা বাহিনী প্রধান বলে জানিয়েছে র‌্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম।

ডিআইজি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সাইজ্যা বাহিনী প্রধান ও তার সহযোগিরা সুন্দরবনের ফুলতলা নামক স্থানে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল শুক্রবার সকাল ৮টার দিকে সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদুস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জলদস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে সাইজ্যা বাহিনী প্রধান আবু বক্কার র্সদারের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি রাইফেল, ২টি দা এবং বেশ কিছু গুলি উদ্ধার করে র‌্যাব।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন