জুড়ী উপজেলা প্রশাসনের শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ছাত্রনেতা মুমিন

  01-10-2016 01:58PM


পিএনএস কুলাউড়া : বাল্য বিবাহ মুক্ত বিশেষ অবদান রাখায় জুড়ী উপজেলার শ্রেষ্ঠ তথ্য প্রদানকারী হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন জুড়ীর ছাত্রনেতা মো. মুমিন খাঁন। গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জুড়ী উপজেলা প্রশাসনের কাছ থেকে এ সম্মাননা স্মারক গ্রহন করেন তিনি।

স্মারক গ্রহণকালে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছির উল্লাহ খাঁন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা সর্মা, জুড়ীর সহকারী কমিশনার (ভুমি) তাসলিমা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধরী মনি, জুড়ী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, জুড়ী টিএন খানম সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জুড়ী উপজেলা আ’লীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, যুগ্ম আহব্বায়ক আলহাজ্ব শফিক আহমদ, গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমদ লেমন, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ আহমদ, পশ্চিম জুড়ীর চেয়ারম্যান শ্রী কান্ত দাস, জায়ফর নগরের চেয়ারম্যান হাজি মাছুম রেজা, ফুলতলা ইউপি চেয়ারম্যান ফয়াজ আলীসহ উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এক প্রতিক্রিয়ায় ছাত্রনেতা মো. মুমিন খাঁন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পুরো দেশকে বাল্য বিবাহ মুক্ত করার আহব্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর এমন আহব্বানকে সফল করার জন্য জুড়ী উপজেলার কোথায় বাল্য বিবাহ হচ্ছে নিজ উদ্যোগে খবর রেখে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়েছি। জুড়ী উপজেলার শ্রেষ্ঠ তথ্য প্রদানকারী হিসেবে এ সম্মাননা দেয়ায় মৌলভীবাজারের সদ্য বিদায়ী জেলা প্রশাসক কামরুল হাসান ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছির উল্লাহ খাঁনসহ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন