কুড়িগ্রাম ২ লাখ টাকার ভারতীয় মাল আটক

  01-10-2016 04:24PM

পিএনএস: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল আটক করেছে। মাদারগঞ্জ বিজিপির নায়েক মোঃ মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে শুক্রবার রাতে আর্ন্তজাতিক পিলার ১০৩৩ হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জালিরচর নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে সেখানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় লবণ ৫৮ বস্তা, চিনি ১৬ বস্তা, পুরাতন বাইসাইকেল ০১টি, কীটনাশক ঔষধ ১২০টি, ষ্টিলের প্লেট ৩৪টি, ষ্টিলের গ্লাস ২৭টি, প্লাস্টিকের বস্তা ১১২টি, নাইলন ব্যাগ ১৯৪টি এবং পলিথিন ব্যাগ ০৪ কেজি জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানায় বিজিবি।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন জানান, জব্দকৃত মালামাল নাগেশ্বরী কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

পিএনএস/মো:শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন