নারী নির্যাতন প্রতিরোধের আহ্বান

  28-11-2016 08:29PM

পিএনএস: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার (বিএসইএইচআর) চেয়ারম্যান আইনজীবী সিগমা হুদা বলেছেন, ‘অতীতের তুলনায় দেশে নারী নির্যাতনের মাত্রা বেড়েছে। সম্মিলিতভাবে এর প্রতিরোধ করতে হবে।’

সোমবার বিকেলে বিএসইএইচআর কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সিগমা হুদা বলেন, সামাজিক অবক্ষয় ও পারিবারিক অনুশাসন না থাকায় বিগত সময়ের চেয়ে এখন নারী ও শিশু নির্যাতনের হার বেড়েছে। এর মাত্রা কমিয়ে আনতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, চলতি বছরের শুরু থেকে ২০ নভেম্বর পর্যন্ত এসিড নিক্ষেপের শিকার হয়েছেন ৩০ জন। যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছেন ৫৩ জন। ধর্ষণের শিকার হয়েছেন ৩৪২ জন। আত্মহত্যা করেছেন ২৯২ জন নারী। যা দেশের জন্য উদ্বেগজনক।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংস্থাটির জাতীয় কমিটির সদস্য অধ্যাপক ড. মোজাহেরুল হক, যোগাযোগ কর্মকর্তা ফাতেমা ইয়াসমিন, সাংবাদিক আবদাল আদিল আলভি।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন