রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার

  09-03-2017 01:02AM

পিএনএস ডেস্ক: রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার চলছে সেই প্রাচীনকাল থেকে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মুলতানি মাটির জুড়ি নেই। রূপচর্চায় এটি একটি পরিচিত নাম।

তৈলাক্ত ত্বকের জন্য
সমপরিমাণ কমলার খোসা ও মুলতানি মাটি মিশিয়ে নিন। এবার গোলাপ জল মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি আপনার মুখের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করবে। প্যাকটি মাসে অত্যন্ত দু’বার ব্যবহার করুন।

ডার্ক সার্কেল দূর করতে
চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করতে মুলতানি মাটির জুড়ি নেই। একটি আলুর অর্ধেক কুচি কুচি করে কেটে নিন। এবার লেবুর রসের সঙ্গে এক চা-চামচ ক্রিম ও মুলতানি মাটি মেশান। প্যাকটি চোখের নিচে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। অবাক করা পার্থক্য লক্ষ্য করবেন।

শুষ্ক ত্বকে
যদি আপনার ত্বক রুক্ষ ও শুষ্ক হয় তবে সবচেয়ে ভালো হয় কমলার খোসা, চন্দন গুঁড়া এবং মুলতানি মাটি মিশিয়ে প্যাক করে নিন। চাইলে ময়দা ও পুদিনা পাতা মেশাতে পারেন। এটি ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করতে সাহায্য করবে।

চুলের সৌন্দর্যে মুলতানি মাটি
মুলতানি মাটি চুলের সৌন্দর্যকে ধরে রাখে। তিন চা-চামচ মুলতানি মাটির সঙ্গে একটি ডিম মিশিয়ে নিন। চুলে লাগিয়ে ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন