যৌনতার চেয়ে গেমই বেশি পছন্দ নয়া প্রজন্মের

  23-04-2017 04:02PM

পিএনএস ডেস্ক : টিনেজারদের নিয়ে বাবা-মায়েদের যে সমস্যটা সবচেয়ে বেশি থাকে তা হল- নেশা৷ এছাড়া প্রেম, যৌনতা আঠারো বছরের ছেলে-মেয়ের বাবা-মায়েদের অন্যতম মাথা-ব্যথার কারণও বটে৷ কিন্তু গবেষণা বলছে বর্তমান টিনেজারদের কাছে নেশা, প্রেম, যৌনতার চেয়েও অনেক বেশি আগ্রহের ভিডিও গেম৷

নিউইয়র্ক পোস্টে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, বেশির ভাগ টিনেজারই প্রত্যহ ৩ ঘণ্টা করে সময় ভিডিও গেম খেলে৷ তারা এতটাই অ্যাডিকটেড যে গেমের জন্য তারা যৌনতাও ছাড়তে রাজি৷ সমীক্ষা বলছে, সমগ্র আমেরিকার টিনেজারদের গেল খেলার পরিমাণের চেয়ে চার গুণ বেশি পরিমাণ টিনেজার শুধু নিউইয়র্কেই গেম অ্যাডিকটেড৷


এর থেকে গবেষ৷করা বলছেন, নয়া প্রজন্ম মদ-সিগারেট-গাঁজা পছন্দ করছে না এটা অবশ্যই ভালো ব্যাপুার৷ কিন্তু তার পাশাপাশি, তাদের গেমের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়াটা মোটেই ভালো লক্ষণ নয়৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন