খোঁপায় সাজান চুল

  20-07-2017 05:22PM

পিএনএস ডেস্ক: চুল বাঁধার স্টাইলের মধ্যে খোঁপা বেশ জনপ্রিয়। শাড়ি কিংবা জমকালো কোনো পোশাকের সঙ্গে তো বটেই, খোঁপা মানিয়ে যায় প্রতিদিনের সাধারণ লুকের সঙ্গেও। গরম আর বৃষ্টির মিশেলে অনেকটা খামখেয়ালি আবহাওয়া চলছে এখন। তাই এখনকার চুলের সাজটাও হওয়া চাই সময়ের সঙ্গে মানিয়ে। যেন গরমে অস্বস্তি না হয়, যেন বৃষ্টিতে ভিজে ঠান্ডা না লেগে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। চলুন তবে জেনে নিই এই সময়ে খোঁপা বাঁধার ধরন-

গোল খোঁপা
খোঁপাটা গোল বলেই মাথার সামনের চুল ফুলিয়ে নিন। এরপর পেছনে সব চুল রাবার ব্যান্ড দিয়ে আটকে নিন। আটকানো সব চুলের এক পাশে একটু চুল রেখে বাকি চুল দিয়ে সাধারণ হাতখোঁপা করুন। এবার খুলে রাখা বাকি চুল দিয়ে খোঁপার ওপর দিয়ে ঢেকে ক্লিপ লাগিয়ে দিন। খেয়াল রাখবেন, চুলগুলো যেন ভালো করে আটকানো হয়। প্রয়োজনে হেয়ার স্প্রে ব্যবহার করে একটু শক্ত করতে পারেন।

উঁচু খোঁপা
সামনের কিছুটা চুল হালকা চূড়ার মতো করে উঁচু করে নিতে হবে। বাকি চুলগুলো আঁচড়ে পেছনে নিচু করে খোঁপা করাই হল উঁচু খোঁপা। যাদের মাথায় চুল একটু কম, তাদের জন্য আদর্শ চুল বাঁধার স্টাইল হল উচু খোঁপা।

বেণী খোঁপা
যাদের মুখ গোলাকৃতি, তাদের জন্য বেণী খোঁপা বেশি মানানসই। এজন্য সামনের চুলটা পাফ করে অর্থাৎ একটু ফুলিয়ে নিন। আবার যাদের কপাল বেশ চওড়া, তারা সামনে কিছু চুল রেখে সাইড সিঁথি করে সেট করে নিন। এবার পেছনের চুল নিয়ে মাথার নিচের দিকে লম্বা বেণী করুন। চুল ছোট থাকলে পরচুল নিয়ে বেণী করুন। বেণীটা গোল করে পেঁচিয়ে খোঁপার মতো করে ক্লিপ দিয়ে আটকে দিন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন