চুল পরিপাটি রাখুন সারা দিনের জন্য!

  20-10-2017 02:11PM

পিএনএস ডেস্ক: আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।

ছুটির দিনে অনেকেই সারাদিনের জন্য বাইরে ঘুরতে বের হয়ে যান। সকাল বেলাতেই একদম পরিপাটি হয়ে বের হতে হয়। এ সময়ে চুল নিয়ে বিপত্তিতে পড়েন অনেকে।

সকালে চুল আঁচড়ে, ভালোভাবে বেঁধে বের হলেও দেখা যায় খুব দ্রুতই কপালের সামনে কিছু চুল আলগা হয়ে গেছে, সেগুলোর কারণে ভীষণ এলোমেলো দেখাচ্ছে আপনাকে, আর বিরক্তিও লাগছে খুব! আজ জেনে নিন এমন একটি টিপস যাতে সারাদিন পরেও চুল একদম পরিপাটি হয়ে থাকবে, এলোমেলো হবে না একদম।

এর জন্য আপনার দরকার হবে একটি পুরনো টুথব্রাশ। টুথব্রাশ পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। আপনার চুল ভালো করে বেঁধে নিন। এবার টুথব্রাশে হেয়ার স্প্রে প্রয়োগ করুন। চুল বাধার পরেও কপালের সামনে কিছু চুল বের হয়ে থাকে। এগুলোকে টুথব্রাশের সাহায্যে পরিপাটি করে ব্রাশ করে নিন। একইভাবে কানের পাশের চুলগুলোকেও পরিপাটি করে নিন। টুথব্রাশে হেয়ার স্প্রে দেবার কারণে এই চুল সারাদিনই পরিপাটি থাকবে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন