কথায় কথায় যুদ্ধ নয়

  23-11-2017 05:50PM

পিএনএস ডেস্ক : সম্পর্কের উৎস হয়তো স্বর্গে, কিন্ত এর লালন চলে মর্ত্যে। কাজেই ভালোবাসার ব্যাপার-স্যাপার এমন রীতির মধ্যে থাকতে হয়, যাতে দুই সঙ্গীরই চাওয়াটা পরিপূর্ণ হয়। খুনসুটি আর ঠোকাঠুকির সমাধান মেলে দুজনের নরম নরম কথা আর একে অন্যের বুঝ মেনে নেওয়ার মাধ্যমে।

মুখে মানলাম, মনে মানলাম না—এই রীতিতে সাধন হবে না। মনের কষ্ট মনে চেপে গুমরে মরলে, শরীর-মনের দহন হবে। মন আর দুইয়ের কথা দুইয়ে মানলেই সমাধান। কীভাবে তা সহজ হতে পারে, সেই পথ বাতলে দিয়েছেন ভারতের মুম্বাইয়ের হার্ট টু হার্ট কাউন্সেলিং সেন্টারের সম্পর্কবিষয়ক মনোবিদ মিনু ভোঁসলে।

মনোবিদ ভোঁসলে বলছেন, ঘরের ভেতর যাঁদের কথায় কথায় কাট্টি, আড়ি, বাগ্‌যুদ্ধ বেশি, তাঁদের বসতে হবে এই ভেবে যে গোস্‌সা আর রাখব না। দুজন দুজনের কথা হৃদয় দিয়ে মেনে নিলেই দূরত্ব আর থাকবে না।

সঙ্গী যদি একেবারে অযৌক্তিক কোনো কথা বলেন, এরপরও তাঁকে বিদ্রূপ নয়; বরং বোঝাতে হবে। আর প্রভাব বা জোর খাটিয়ে মানানো, সেটিও চলবে না।

হ্যাঁ, সমঝোতার দেখা গেল যে সিদ্ধান্তটা ভুল, তা হতেই পারে। এ নিয়ে কেউ কাউকে দুষবেন না। অন্য সমাধান খুঁজে দেখুন। সূত্র: এনডিটিভি।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন