বিবাহ বিচ্ছেদের সম্ভবনা আছে যেসব পেশায়

  20-01-2018 06:53PM

পিএনএস ডেস্ক : বিশ্বে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বড়ছে প্রায় প্রতিদিন। ইউএস সেনসাস বিউরোর গত পাঁচ বছরের গবেষণা অনুযায়ী, সময়ের অভাবে ঘটছে বেশিরভাগ বিচ্ছেদ। অধিকাংশ ক্ষেত্রেই কিছু নির্দিষ্ট পেশার অন্তর্ভুক্ত ব্যক্তিদেরই ঘটছে এই বিচ্ছেদ।

আমাদের আজকের এই প্রতিবেদনে বাংলাদেশ প্রতিদিন পাঠকদের জন্য রইলো বিবাহ বিচ্ছেদের সম্ভবনা আছে যেসব পেশায়, সেই পেশা সম্পর্কে বিস্তারিত-

১। বড় হোটেল বা রিসর্টের ক্যাসিনোর গেমিং ম্যানেজারদের বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। প্রায় ৫২.৯ শতাংশ।

২। দ্বিতীয় স্থানে রয়েছে বার টেন্ডার পেশার অন্তর্গত ব্যক্তিরা। ভাঙনের হার প্রায় ৫২.৭ শতাংশ।

৩। গেমিং ম্যানেজারদের মতো ক্যাসিনোতে কর্মরত ব্যক্তিদের বিবাহ বিচ্ছেদের হারও যথেষ্ঠ বেশি। প্রায় ৫০.৭ শতাংশ।

৪। ৫০.৫ শতাংশ হার নিয়ে চতুর্থ স্থানে আছেন বিমানে কর্মরত ব্যক্তিরা।

৫। কলকারখানায় কর্মরত ব্যক্তিদের বিবাহ বিচ্ছেদের হার প্রায় ৫০.১ শতাংশ।

৬। ষষ্ঠ স্থানে রয়েছে ছাপাখানায় কর্মরত ব্যক্তিরা। বিচ্ছেদের পরিমাণ প্রায় ৪৯.৬ শতাংশ।

৭। সুইচবোর্ড অপারেটর পেশার অন্তর্গত ব্যক্তিদের বিবাহ বিচ্ছেদের হার প্রায় ৪৯.৭ শতাংশ।

৮। কল সেন্টারে কর্মরত ব্যক্তদের বিবাহ বিচ্ছেদের হার কিছু কম নয়।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন