ব্রণ দূর করতে সহজ কিছু

  19-03-2018 12:13AM

পিএনএস ডেস্ক: ব্রণ নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। ব্রণ সাধারণত গাল, কপাল, কাঁধ, বুক, নাক, গলায় হয়ে থাকে। হরমোনের পরিবর্তনের জন্যই প্রধাণত ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণের সমস্যা সমাধানের জন্য অনেকেই অনেক ওষুধ ব্যবহার করে থাকেন। কিন্তু তাতেও বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। অথচ, আমাদের হাতের কাছেই রয়েছে কিছু ঘরোয়া উপায়, যার মাধ্যমে কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মুক্তি পেতে পারেন ব্রণের হাত থেকে।

ব্রণ, ব্রণর দাগের সমস্যা দূর করতে সবথেকে ভালো ঘরোয়া জিনিস হল টুথপেস্ট। সারারাত ত্বকের ক্ষতিগ্রস্থ জায়গা, যেখানে ব্রণ হয়েছে, সেখানে টুথপেস্ট লাগিয়ে রাখুন। সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বক পরিস্কার রাখতে মধুর জুড়ি মেলা ভার। ব্রণের উপর মধু ব্যবহার করুন। একঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সমপরিমাণ লেবুর রস এবং গোলাপজল মিশিয়ে ব্রণের উপর ব্যবহার করুন। খুব সহজেই ব্রণের হাত থেকে মুক্তি পাবেন।
অ্যান্টিবায়োটিক উপাদান হিসেবে রসুন ব্যবহার করা হয়। ব্রণের উপর সরাসরি রসুন বাটা ব্যবহার করুন। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

ব্রণের জায়গায় ডিমের সাদা অংশ ব্যবহার করুন। এরপর সেটি শুকনো হতে দিন। টানা ৪ বার ব্যবহার করুন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন