চুলের যত্নে নারিকেল তেলের সহজ ৩টি প্যাক

  27-06-2018 05:22PM

পিএনএস ডেস্ক : চুলের যত্নে নারিকেল তেল একটি অসাধারণ উপকরণ। কিন্তু অনেকেই মনে করেন চুলে তেল দেয়ার প্রয়োজন হয় না। এ ধারণা একেবারেই ভুল, তবে শুধু তেল ব্যবহার করলে চুল পড়তে পারে। তাই নারিকেল তেলের সাথে অন্য উপাদান মিলিয়ে তৈরি করুন ৩ টি ঘরোয়া হেয়ার প্যাক।

নারিকেল তেল ও মধুর প্যাক

মধু একটি আশ্চর্যজনক উপাদান। এটি একটি প্রাকৃতিক এমোলিয়েন্ট যা চুল মসৃণ এবং শাইনি করে তোলে।
নারিকেল তেল- ১ টেবিল চামচ
প্রাকৃতিক মধু- ১ টেবিল চামচ

এই দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে আপনার চুলে এবং স্ক্যাল্পে ব্যবহার করুন। তারপর একটি শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ২০ মিনিট। পরে হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। সব ধরনের চুলে মাসে ২-৩ বার ব্যবহার করতে পারেন।

ডিম, নারিকেল তেল ও অলিভ অয়েলের প্যাক

ডিমের উপকারিতার সাথে অলিভ অয়েল চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং চুলকে করে মজবুত।
১ টা ডিম
১ টেবিল চামচ নারিকেল তেল
১ চা চামচ লেবুর রস
অলিভ অয়েল ১ টেবিল চামচ

সব উপকরণ মিশিয়ে চুলে অল্প অল্প করে লাগান এবং ম্যাসেজ করতে থাকুন। ১৫-২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। অতিরিক্ত রুক্ষ ও শুষ্ক চুলের জন্য কার্যকরী একটি প্যাক এটি। মাসে ২ বার এটি ব্যবহার করুন।

স্ট্রবেরি ও নারিকেল তেলের প্যাক

স্ট্রবেরিতে আছে প্রচুর ভিটামিন এবং ফ্যাটি এসিড যা চুলের জন্য কার্যকরী।
৬ টি ফ্রেস স্ট্রবেরি
১ টেবিল চামচ নারিকেল তেল
১ টেবিল চামচ মধু

স্ট্রবেরি ম্যাশ করে নিয়ে তেল ও মধুর সাথে মিশিয়ে নিন। তারপর চুলের উপর এবং স্কাল্পে ভাল করে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি মূলত অয়েলি হেয়ার-এর জন্য। তবে নরমাল চুলের যত্নেও ব্যবহার করা যাবে। মাসে ২ বার ব্যবহার করতে পারেন।

পিএনএস/জে এ /

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন