বিশ্ববিদ্যালয়ের গবেষণা : সহবাসে কতক্ষণে পাওয়া যাবে চরম সুখ!

  28-12-2014 10:46AM

পিএনএস ডেস্ক : সহবাসের সুখ! কতক্ষণে পাওয়া যায়, আধঘণ্টা, একঘণ্টা? উত্তরটা হল, মাত্র কয়েক মিনিটের মধ্যেই৷ আমেরিকার পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে সহবাসের ৩-১৩ মিনিটের মধ্যেই শতকরা ৯০ শতাংশ পুরুষ ও স্ত্রী দুজনেই চরম সুখ লাভ করে৷

গবেষকদের একাংশের মতে, স্ত্রী-পুরুষ প্রত্যেকেই এখন সারারাত ধরে সহবাসের অলীক কল্পনা করে৷এমনকী পূর্ববর্তী একটি গবেষণার ফল জানাচ্ছে অনেকেই আধ ঘণ্টা বা তার বেশি সময় ধরে সহবাস করতে পছন্দ করেন৷ আর বলা বাহুল্য এই পুরোটাই তৈরি হয় সহবাসে অসন্তুষ্টি থেকে৷তবে সাম্প্রতিক সমীক্ষায় পরিস্থিতি পাল্টাবে বলে গবেষকদের দাবি৷কারণ যাদের যৌনজীবনে সমস্যা রয়েছে এবারে তাদের জন্য একটি নতুন দল তৈরি হবে, যেখানে থাকবে মনোচিকিৎসক, কাউন্সেলর, গাইনোকোলজিস্ট৷এমনকী বাদ যাবে না পারিবারের লোকজনের উপস্থিতিও এবং সকলের সঙ্গে বসেই করা হবে রোগীর থেরাপি৷ তাতে সহজেই সেক্স লাইফ হয়ে উঠবে স্বাভাবিক৷
সহবাসে চরম যৌনসুখ পেতে ৩-১৩ মিনিটই যথেষ্ট বলে বিশেষজ্ঞরা রায় দিয়েছেন৷ ১-২ মিনিট হলে তা খুবই কম আর ব্যাপারটা যদি কেউ আধঘণ্টা ধরে টেনে নিতে চান, তাহলে সেটাও খুব একটা স্বাভাবিক নয় বলে তাঁরা মনে করেন৷
পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন