ব্যস্ততার মধ্যেই সঙ্গীকে সময় দিন

  18-09-2018 05:37PM

পিএনএস ডেস্ক : সঙ্গীর সাথে সুন্দর সম্পর্ক কে না চায়। সম্পর্ক স্থায়ী করতে চাইলে দুইজনকেই সময় বের করতে হবে নিজেদের জন্য। সময় না দেয়ায় অনেকের সম্পর্ক ভেঙ্গে যায়। তবে কেউ কেউ ভাবেন দামি উপহার কিংবা ভালো রেস্টুরেন্টে গেলেই বুঝি ভালোবাসা স্থায়ী হয়। একটু সময় কাটানো কিংবা সামান্য স্পর্শতেই প্রকাশ পেতে পারে ভালোবাসা।

সঙ্গীর সঙ্গে কথা বলার সময় ফোন ব্যবহার করবেন না। কথা বলার সময় ফোন ব্যবহার করলে সঙ্গীর মনে হতেই পারে আপনি তার কথায় গুরুত্ব দিচ্ছেন না।

আপনার ক্যারিয়ারই একমাত্র গুরুত্বপূর্ণ নয়। তার কাজও গুরুত্বপূর্ণ। তাই তার কথাগুলোও মন দিয়ে শুনুন।

সারাদিনের কাজের কথা শেয়ার করুন। এতে সম্পর্কের গভীরতা বাড়বে।

ছবি তুলুন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার জন্য নয়। নিজেদের স্মৃতি হিসেবে রাখুন।

একটি কাগজে ভালোবাসার কথা লিখে তাকে দিতে পারেন। সঙ্গীকে নিয়ে একসঙ্গে সিনেমা দেখুন।

শুধুমাত্র নারীরা নয়, পুরুষরাও অল্প কিছু রান্না করতে পারেন সঙ্গীর জন্য।

প্রেম বা বিয়ে করলেও ডেটে যান। ডেটে যাওয়ার সময় অবশ্যই সাজসজ্জা করুন সুন্দর করে।

সঙ্গীর কর্মক্ষেত্রে ফুল পাঠান। এতে তিনি সারপ্রাইজড হবেন।

কোনো উপলক্ষে দামী উপহার দিতে হবে এমন কথা নেই। একটি ফুল বা ছোট্ট একটি কার্ডই যথেষ্ট হতে পারে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন