মাত্র ২ মিনিটেই ব্রেড পুডিং

  28-11-2018 03:30AM

পিএনএস ডেস্ক :মজাদার খাবার খুব সহজে তৈরি করতে পারলে কে না খুশি। তাহলে জেনে নিন ২ মিনিটে কীভাবে ব্রেড পুডিং তৈরি করবেন।

উপকরণ
মিল্ক ব্রেড ২ পিস, ডিম ১ টি, চিনি ২ টেবিল চামচ, টকদই/দুধ ২ টেবিল চামচ, মাখন ১/৫ টেবিল চামচ।

প্রণালি
একটি মাইক্রোওয়েভেবল কাপে ২ পিস মিল্ক ব্রেড টুকরো করে নিন। বাকি সব উপকরণ একটি বোলে নিয়ে ভাল করে হুইস্ক করুন। মিশ্রণটি কাপের উপর ঢেলে দিন। এবার কাটা চামচ দিয়ে হালকা নেড়ে দিন, এতে মিশ্রণটি হালকা ভেতরে ঢুকবে।

মাইক্রোওয়েভ ওভেনে ২ মিনিট রাখুন। ওভেন থেকে বের করে দেখুন কুকড হয়েছে কি না। তা না হলে আরো ৩০ সেকেন্ড রাখুন। ব্যাস তৈরি হয়ে যাবে ব্রেড পুডিং।

কাপটি বের করে ঠাণ্ডা হতে দিন। আপনি চাইলে উপরে মিল্ক পাউডার, পেস্তা বাদাম কুঁচি বা চকলেট চিপস ছড়িয়ে দিতে পারেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন