বরইয়ের টক আচার

  10-03-2019 11:36PM

পিএনএস ডেস্ক: বাজারে পাওয়া যাচ্ছে বরই। সুস্বাদু এই ফলটি কাঁচা খাওয়ার পাশাপাশি খাওয়া যায় আচার তৈরি করেও। বরইয়ের আচার বেশ মুখরোচক একটি খাবার। এটি তৈরি করা যায় বেশ সহজেই। তাই বাসায় স্বাস্থ্যোকর উপায়ে তৈরি করুন সুস্বাদু বরইয়ের আচার। রইলো রেসিপি-

উপকরণ
বরই ১ কেজি
সরিষার তেল আধা কেজি
পাঁচফোড়ন গুঁড়া ১ চামচ
হলুদগুঁড়া সিকি চা চামচ
লবণ ১ চা চামচ
সরিষা বাটা ১ চা চামচ
শুকনো মরিচ গুঁড়া ১ চা চামচ
আস্ত শুকনা মরিচ ২টি
তেজপাতা ২টি।

প্রণালি
বরই টুকরো করে কেটে হলুদ, মরিচ, লবণ, সরিষা বাটা দিয়ে মেখে রোদে শুকাতে দিন। তিন দিন রোদে শুকিয়ে তারপর তেলে দিন। এবার তেলে শুকনা মরিচ ও তেজপাতা দিন। আচার বয়ামে রেখে রোদে আরও কয়েক দিন রেখে দিন। তারপর সংরক্ষণ করুন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন