যেভাবে সহজেই নেইল পালিশ তুলতে পারবেন!

  11-06-2019 05:45AM

পিএনএস ডেস্ক: নখ রাঙাতে নেইল পালিশ ব্যবহার করেন অনেকেই। নেইল পালিশ ব্যবহার করার পর দেখা গেলো পোশাকের সাথে মিলছে না, অন্য রঙের নেইল পালিশ ব্যবহার করতে হবে। আবার অন্য কারণেও নেইল পালিশ উঠিয়ে ফেলার দরকার হতে পারে। আর নেইল পালিশ তোলার জন্য রিমুভার ব্যবহার করেন অনেকেই, তবে রিমুভার হাতের নাগালে না থাকলে আছে বিকল্প ব্যবস্থাও।

১. হাতের কাছে হ্যান্ড স্যানিটাইজার থাকলে তা দিয়ে নেইল পালিশ তুলতে পারেন।

২. পারফিউম, ডিওডরেন্ট বা বডি স্প্রে আঙুলে স্প্রে করে তুলা দিয়ে ঘষে নিন। তুলায় স্প্রে করে নখের উপর ঘষলেও মিনিট পাঁচেকের মধ্যেই নেইল পালিশের রঙ উঠে যাবে।

৩. হালকা গরম পানিতে কিছুক্ষণ হাত ডুবিয়ে রেখে লেবুর রস আর সাদা ভিনেগার একসঙ্গে মিশিয়ে তুলার সাহায্যে নখের উপর ঘষলে অল্প সময়ের মধ্যেই নেইল পালিশের রঙ উঠে যাবে।

৪. টুথপেস্টকে নেইল পালিশ রিমুভার হিসাবে ব্যবহার করতে পারেন। ব্রাশে পেস্ট লাগিয়ে মিনিট পাঁচেক নখের উপর ঘষলেই নেইল পালিশের রঙ উঠে যাবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন