হিজাবে কনের সাজ!

  07-07-2019 04:10PM

পিএনএস ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে নারীদের পোশাকেও আসছে নানা বৈচিত্র্য। একটা সময় ছিল- যখন বিয়ে মানেই কনের সাজে লাল শাড়ি। কিন্তু সময় পাল্টেছে, বদলে গেছে রুচিও। এখন আর বিয়ের সাজে লাল শাড়ি বাধ্যতামূলক নয়। বরং কনের সাজকে আরও ফ্যাশনেবল করতে অনেক নারীই এখন হিজাব পরেন।

নারীদের কাছে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে হিজাব একটি চলমান ট্রেন্ড। পর্দা করা ছাড়াও হিজাবের রয়েছে নানা উপকারী দিক। বাইরের ধুলোবালি থেকে ত্বক ও চুলের সুরক্ষা দিতে এর তুলনা হয় না। আর সৌন্দর্যের ব্যাপার তো আছেই।

যদি ডিজাইনের সঙ্গে কালার আর বডি ফিটনেসের সামঞ্জস্য বজায় রাখা যায় তবে হিজাবে কনের সাজ হতে পারে অতুলনীয়। আপানি হয়ে উঠতে পারেন সবচাইতে সুন্দর বিয়ের কনে। আর এজন্য হিজাব পরার বিষয়টি ভালো করে জেনে নিতে হবে।

বিয়ের কনের হিজাব পরার কিছু টিপস:

১. একটু ভাড়ি গহনা ব্যবহার করলে সেটাকেই আপনি হিজাবের অংশ হিসেবে ব্যবহার করতে পারেন। কপালের দিক কাভার করার জন্য।

২. হিজাবের সঙ্গে বিয়ের পোশাক নির্বাচন করুন দেশীয় রীতি ও কালচার অনুযায়ী।

৩. আপনি চাইলে হিজাবের উপর ঝাপটা ও টিকলীও পরতে পারেন। হিজাব পরলেও কানের দুল ঢেকে যাওয়ার ভয় নেই।

৪. যদি আলাদা স্কার্ফ পরতে চান তবে ওড়না দিয়ে হিজাবের মতো করে মাথা কাভার করুন।

৫. বিয়ের শাড়ি, কামিজ ও ওড়নার সাথে হিজাবের সামঞ্জস্য বজায় থাকলে আপনাকে অপরূপা লাগবে।

৬. কনের পোশাকের সঙ্গে হিজাব বা গহনার ম্যাচিং হতে হবে।

৭. হিজাব, পোশাক আর গহনার সঙ্গে মেকআপের যেন সুন্দর সমন্বয় নয় সেদিকেও খেয়াল রাখুন।

প্রতিটি মানুষের জীবনেই বিয়ে হচ্ছে সবচেয়ে স্মরণীয় আনন্দঘন মুহূর্ত। এই সময়টাকে রাঙিয়ে রাখতে হিজাবে আপনি হয়ে উঠতে পারেন সবচেয়ে বেশি আকর্ষণীয় ও মোহনীয়।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন