রূপচর্চায় কোরিয়ান মাস্ক

  18-05-2021 12:06PM

পিএনএস ডেস্ক:বিউটি ট্রেন্ডে কোরিয়ান স্কিন কেয়ারের দৌরাত্ম্য চলছে কয়েক বছর ধরে। নতুন নতুন সব স্কিন ট্রেন্ড তৈরিতে কোরিয়ানদের জুড়ি মেলা ভার। গ্লাস স্কিন, মোচি স্কিন, ক্লাউডলেস স্কিন, বিবি ক্রিম—সবকিছুই এসেছে পশ্চিম এশিয়ার এই ছোট্ট দেশটি থেকে। আর সেই দেশেই কিন্তু জনপ্রিয়তা পেয়েছে কিছু প্রাকৃতিক মাস্ক। যাতে মিলবে পরিপূর্ণ কোরিয়ান বিউটি। এর মানে হলো ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি ত্বকের পানিশূন্যতাও পূরণ হবে।


রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এমন কয়েকটি মাস্ক সম্পর্কে পাঠকদের জানানো হলো-

ময়দা মাস্ক
ময়দা নিয়ে যতোই ট্রল করা হোক না কেন, এটা কিন্তু সত্যি মুখে মাখা যায়। কে-বিউটির রেসিপি অনুযায়ী ১ টেবিল চামচ ময়দার সঙ্গে ১ চা চামচ দুধ ও ১ চা চামচ মধু মেশাতে হবে। সব মিশিয়ে মুখে মেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

গ্রিন টি মাস্ক
গ্রিন টির কিছু পাতা সেদ্ধ করে নিন। এরপর ওই পানিটা দিয়ে ধীরে ধীরে মুখ ধুয়ে নিন। কাজটা করতে হবে নিয়মিত। এতে ত্বকের ভেতরটা পরিষ্কার হয়। কোষের স্বাস্থ্যও ভালো থাকবে।

চাল ধোয়া পানির মাস্ক
চাল ধোয়া পানির আছে অনেক গুণ। চুলে তো লাগানোই হয়, সেটা দিয়ে মুখও ধোয়া যায়। বারবার ধুলে চলে যাবে ব্রণ।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন