সুগন্ধী থেকে ক্যান্সার

  28-09-2016 03:12PM

পিএনএস: সুগন্ধী ব্যবহার করার অভ্যাস রয়েছে? তাহলে সাবধান। কারণ যে সব সুগন্ধীতে অ্যালুমিনিয়ামের লবণ রয়েছে, সেগুলো থেকে ব্যবহারকারীর শরীরে টিউমার হতে পারে।
পরবর্তীকালে যা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকবে। বিশেষ করে মহিলাদের। জেনেভা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের পরীক্ষায় উঠে এসেছে এমনই ভয়ঙ্কর তথ্য।
অ্যালুমিনিয়াম লবণ শরীরের ঘর্মগ্রন্থিগুলোকে প্রাথমিকভাবে বন্ধ করে দেয়। কিন্তু তাঁর বদলে মারাত্মক ক্ষতি করে শরীরের। আর মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের প্রবণতাও বাড়িয়ে দেয়।
ইন্টারন্যাশনাল জার্নালে গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, অনেকগুলো ইঁদুরের শরীরে ইনজেকশনের মাধ্যমে যখন অ্যালুমিনিয়াম লবণ প্রবেশ করানো হয়, তখন তাঁদের দেহে অসংখ্য টিউমারের জন্ম হয়।
তাই জেনেভা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পুরুষ ও মহিলা উভয়কেই অ্যালুমিনিয়াম লবণ যুক্ত সুগন্ধী ব্যবহারে নিষেধ করেছে। তবে এই সংক্রান্ত আরও পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে তাঁরা।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন