
বারবার ক্ষমা করে দেবে, এমন মেয়ে পরীমণি নয়: রাজ
22-09-2023 08:33PM
পিএনএস ডেস্ক: অভিনেতা স্বামী শরিফুল রাজকে ডিভোর্স দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। গত ১৮ সেপ্টেম্বর রাজের উদ্দেশে তালাকের নোটিশ পাঠিয়েছেন তিনি। এরপরই এক ফেসবুক স্ট্যাটাসে পরীমণি বলেন, আমি সব ভুলে সুন্দর, স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু রাজ কখনোই এই সম্পর্কটাকে ধারণই করেনি। একই ভুল বারবার করে গেছে। আর হবে না, সরি বলা, পা ধরে মাফ চাওয়া, না খেয়ে থাকা...এসব করে গেছে। রাজকে ভয়ংকর মানুষ উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, ‘আমি এমন ভয়ংকর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি।...বিস্তারিত