
ঈদুল ফিতরের যত আমল
22-04-2023 01:03AM
পিএনএস ডেস্ক : ঈদ আরবি শব্দ। যার অর্থ খুশি, আনন্দ, ফিরে আসা ইত্যাদি। যেহেতু প্রতি বছর দিনটি ফিরে আসে তাই, একে ঈদ বলা হয়। এদিন ঈদগাহে যাওয়ার আগে কিছু আমল রয়েছে।ঈদের দিনের আমল সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো-গোসল করাঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করা সুন্নত। এ বিষয়ে হাদিসে রয়েছে, হজরত ইবনে উমার (রা.) থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত যে, রাসুল (সা.) ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন। (সুনানে বায়হাকি ৫৯২০)।সুন্দর জামাকাপড় পরিধান করাগোসল করার পর সাধ্যমতো উত্তম...বিস্তারিত