
কোরবানি সুন্নাত না ওয়াজিব?
22-06-2023 10:09AM
পিএনএস ডেস্ক: ঈদুল আজহার দিনগুলোতে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে উট, গরু, ভেড়া বা ছাগল (আনআম শ্রেণীর) প্রাণী জবাই করাই কোরবানি। কোরবানি ইসলামের অন্যতম নিদর্শন। কোরবানির বিধান কুরআন, সুন্নাহ ও মুসলমানদের ইজমা দিয়ে সাব্যস্ত।আল্লাহ তায়ালা বলেন-‘কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন।’ (সূরা কাউছার-২) ‘বলুন, আমার সালাত, আমার নুসুক (কোরবানি), আমার জীবন ও আমার মরণ সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।’ (সূরা আনআম-১৬২)সাঈদ বিন জুবায়ের বলেন, নুসুক হচ্ছে কোরবানি। কারো কারো...বিস্তারিত