
ভাষা আল্লাহর দান
19-02-2023 09:23AM
পিএনএস ডেস্ক: মহান আল্লাহ তায়ালা মানুষের স্রষ্টা। মানুষকে শিক্ষা দিলেন ভাষা। মূলত ভাষা আল্লাহর দান। যা বান্দার জন্য নিয়ামত। আমরা বাঙালি, মাতৃভাষা বাংলা। ভাষা সম্পর্কে আল্লাহ তায়ালা আল-কুরআনে ঘোষণা করেন- ‘দয়াময় আল্লাহ, শিক্ষা দিয়েছেন আল-কুরআন। সৃষ্টি করেছেন মানুষ। শিক্ষা দিয়েছেন ভাষা।’ (সূরা আর রহমান) মহান আল্লাহ অন্যত্র বলেন- ‘তার আরো এক নিদর্শন হচ্ছে নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলি রয়েছে।’ (সূরা রুম-২২) ভাষা বলতে...বিস্তারিত