
নাম, পদবি থেকে সবকিছুরই অদ্ভুত মিল দুই কিশোরীর!
13-10-2022 12:04PM
পিএনএস ডেস্ক : ১০ বছর বয়সি লরা বক্সটন। তার দাদু-দিদার ৫০তম বিবাহবার্ষিকী ছিল। সেই উপলক্ষে ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ারে গিয়েছিল। ২০০১ সালের জুন মাসের ঘটনা। বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে পরিবারের সঙ্গে সময় কাটানোর ফাঁকে বাড়ির পিছনে হিলিয়াম বেলুন নিয়ে খেলা করছিল লরা বক্সটন।খেলার ছলে লরা বক্সটন একটি কার্ডে তার নাম এবং বাড়ির ঠিকানা লেখে। কার্ডের মধ্যে সে লিখে দেয়,‘প্লিজ রাইট টু লরা ’ (লরাকে চিঠি দিয়ো)। সেই কার্ডটি বেলুনের সঙ্গে বেঁধে দেয় লরা। সোনালি রঙের হিলিয়াম-ভর্তি বেলুন উড়ে গিয়ে পৌঁছয়...বিস্তারিত