
এক শরীরে দুই মাথার বোন, একজন গণিত ও অন্যজন ইংরেজি টিচার!
27-09-2022 09:49AM
পিএনএস ডেস্ক : ১৯৯০ সালের ৭ মার্চ আমেরিকার নিউ জার্মানির মিনেসোটায় জন্ম অ্যাবিগেইল আর ব্রিটনির। একই শরীরে আলাদা চিন্তাভাবনা, নেশা, খাদ্যাভ্যাস। সম্পূর্ণ দুটো আলাদা মানুষ। বিশ্বখ্যাত সেই দুই বোনের ছোট থেকে বড় হওয়া ছিল গল্পের মতো। তাদের সেই অবিশ্বাস্য জীবনের গল্পই বলব এখানে।তাদের মা প্যাটি হেনসেল যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তিনি জানতেন তার শরীরে একটি ভ্রূণই বেড়ে উঠছে। কিন্তু চিকিৎসকেরা তাকে যমজ সন্তান উপহার দেন। অ্যাবি এবং ব্রিটনি-দুই বোন। দুটো শিশুই জোড়া। বাইরে থেকে তাদের...বিস্তারিত