
বইমেলায় ‘কবিতায় স্যামুয়েল’
03-02-2023 05:44PM
পিএনএস ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ প্রকাশিত হলো লেখক ও গবেষক স্যামুয়েল হকের কবিতার বই ‘কবিতায় স্যামুয়েল’। বইটি প্রকাশ করেছে জি-সিরিজ প্রকাশনী।প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন খাদেমুল জাহান। এর মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি পাওয়া যাবে বইমেলার বাতিঘর প্রকাশনীর ২৬৮,৬৯,৭০,৭১ স্টলে।বইটির প্রত্যেকটি কবিতা সহজ ভাষায় চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। তার সবগুলো কবিতায় ফুটে উঠেছে জীবন-জগতের ভাববিন্যাস। কবি অন্তর খুঁড়ে যে অনুভূতি প্রকাশ করেছেন তার মধ্যে রয়েছে লালিত্য।কবিতা আপন জগতের বাহিরে...বিস্তারিত