
তামিমকে ফোন করা সেই ব্যক্তি বিসিবি সভাপতি
27-09-2023 09:58PM
পিএনএস ডেস্ক: দল ঘোষণার আগে তামিম ইকবালের সঙ্গে কী ঘটেছিল, কী-ই বা শর্ত দেয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তা সবকিছুই পরিস্কার হয়েছে বুধবার বিকেলে দেয়া তামিমের এক ভিডিও বার্তায়। সেখানে দেশসেরা ওপেনার তামিম বলে, ‘আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। উনি বেশ ইনভলভড আমাদের ক্রিকেটে। আমাকে হঠাৎ করে ফোন করে বললেন, ‘তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে। তুমি এক কাজ করো। তুমি প্রথম ম্যাচ খেলো না আফগানিস্তানের সঙ্গে।’‘আমি বললাম, ভাই, এটা এখনো ১২-১৩...বিস্তারিত