দ্রুত চাল রপ্তানির প্রক্রিয়া শুরু হবে: কৃষিমন্ত্রী

  15-07-2019 10:30PM

পিএনএস ডেস্ক : কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের চালের দাম কমে যাওয়ায় উদ্বিগ্ন সরকার। তাই অতি দ্রুত চাল রপ্তানির প্রক্রিয়া শুরু করা হবে।

সোমবার (১৫ জুলাই) সচিবালয়ে বেলজিয়াম ভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, চালের দাম খুবই কম তার জন্য আমাদের কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। ধান উৎপাদন করে যে লাভ পাওয়া উচিত তা কৃষকরা পাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে কিছু চাল সরকার বিদেশে রপ্তানি করবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন