পানিতে তলিয়ে গেছে ৫শ বিঘা জমির ধান

  13-04-2022 01:15PM


পিএনএস ডেস্ক : যমুনার পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় কালিয়াকৈরে ৫০০ বিঘা বোরো ধান তলিয়ে গেছে। বুধবার (১৩ এপ্রিল) সকালে ফসল ক্ষতির ভয়ে বাধ্য হয়ে কাঁচা ধান কাটছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, হঠাৎ করে পানি বাড়ায় আমাদের সব ধানখেত তলিয়ে গেছে। বছরে একটা মাত্র ফসল। তাও পানির নিচে তলিয়ে গেলো।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় ১০ হাজার ১৭৫ হেক্টর বোরো ধান চাষ হয়েছে। হঠাৎ পাহাড়ি ঢলের কারণে উপজেলার মখশ বিল, কালিয়াদহ বিল, রঘুনাথপুর, বোয়ালী বিল, চান পাত্রা, আলুয়া বিলসহ বিভিন্ন এলাকার প্রায় ৫০০ বিঘা বোরো ধান পানিতে তলিয়ে গেছে।

ধান কাটার উপযোগী না হলেও, কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে ব্যাপক ক্ষতির সম্মুখে পড়েছেন তারা।

কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। যাদের বেশি ক্ষতি হয়েছে। তাদের ক্ষতিপূরণ দেয়া হবে

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন