ফজলি আমের জিআই স্বত্ব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের

  24-05-2022 09:13PM

পিএনএস ডেস্ক : ফজলি আম উৎপাদনকারী অঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা। এখন থেকে এই জেলা দুটো ফজলি আমের ভৌগলিক নির্দেশক (জিআই) স্বত্ব ব্যবহার করতে পারবে। এর ফলে কৃষকরা জনপ্রিয় এই আমকে দেশে-বিদেশে আরও বেশি করে ব্র্যান্ডিং করতে পারবেন।

আজ মঙ্গলবার (২৪ মে) জিআই স্বত্ব নিয়ে শুনানি শেষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের দপ্তর থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস (ডিপিডিটি) বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা এখন থেকে ফজলি আমের উৎপাদনকারী অঞ্চল হিসেবে জিআই ট্যাগ ব্যবহার করতে পারবে।

আগামী জুন মাসের মাঝামাঝিতে আমটি বাজারে আসবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন