এ বছর থেকেই রাশিয়ায় আলু রপ্তানি : কৃষিমন্ত্রী

  05-02-2023 06:08PM

পিএনএস ডেস্ক : চলতি বছরই বাংলাদেশ থেকে রাশিয়ায় আবার আলু রপ্তানি শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী জানান, ২০১৪ সালে ব্রাউন রট ডিজিজ শনাক্ত হওয়ার পর বাংলাদেশ থেকে আলু আমদানিতে নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। এর পরই রোগমুক্ত আলু উৎপাদনে সরকার বেশ কিছু উদ্যোগ নেয়। গত বছর রাশিয়া বাংলাদেশ থেকে আলু আমদানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়েভিচ ম্যানতিতস্কির সঙ্গে বৈঠক শেষে এক বিবৃতিতে কৃষিমন্ত্রী বলেন, রাশিয়ায় আলু রপ্তানিতে আমরা উদ্যোগ নিয়েছি। চলতি বছরই রপ্তানি শুরু হবে।

বাংলাদেশ থেকে ফুলকপি, বাঁধাকপি ও আম আমদানিতে রাশিয়া আগ্রহ দেখিয়েছে বলে জানান কৃষিমন্ত্রী।

সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম। বাংলাদেশে বছরে প্রায় ১ কোটি টন সবজি উৎপাদন হয়। এর মধ্যে ১ লাখ টনেরও কম সবজি রপ্তানি করা হয়।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন