মাল্টা চাষে সফল চাঁপাইনবাবগঞ্জের কৃষক

  26-11-2023 12:33PM



পিএনএস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কোসবা এলাকার কৃষক রুবেল হক। এখন তার ৩০ বিঘার মাল্টা বাগানে থোকায় থোকায় সবুজ ও হলুদ রঙের মাল্টা ঝুলছে। চার বছরেই তিনি আজ সফল মাল্টাচাষি।

বাগান থেকে প্রতি মণ মাল্টা বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকা দরে। বর্তমানে তার বাগান পরিচর্যার জন্য প্রায় ২৫-৩০ জন শ্রমিক কাজ করেন। তাদের কর্মসংস্থান করতে পেরে রুবেল হক আনন্দিত। তার মাল্টার বাগান দেখে অনেকেই মাল্টার চারা নিয়ে গিয়ে বাগান করবে বলেও জানান।

বাগান মালিক রুবেল হক জানান, সুস্বাদু, রসালো ও স্বাস্থ্যসম্মত হওয়ায় বাজারে এই মাল্টার ব্যাপক চাহিদা রয়েছে। তার দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই মাল্টা চাষ করে ভাগ্যে উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখা যাবে। সরকারি সহযোগিতা পেলে আরও বড় পরিসরে মাল্টার বাগান করার ইচ্ছা রুবেল হকের।

রুবেল হকের মাল্টার বাগানে অনেকের কর্মসংস্থান হওয়াতে পরিবারসহ ছেলে-মেয়ের পড়ালেখার ব্যবস্থা হয়েছে। এতে খুশি শ্রমিকরাও।

শ্রমিক মিলন আলী জানান, তিনি দীর্ঘদিন থেকে মাল্টার বাগানে শ্রমিক হিসেবে কাজ করছেন। এই থেকে তার পরিবারের খরচ চলে ও সন্তানদের লেখাপড়া করান।

আরেক শ্রমিক গফুর জানান, তাকে এই মাল্টার বাগানে কাজ করতে তার ভালো লাগে। এখান আয়ে তার সংসার চলে। এছাড়া ইচ্ছেমতো মাল্টা খেতে পারেন এবং পরিবারের জন্যও নিয়ে যান। এই বাগানের মাল্টা অনেক সুস্বাদু।

মাল্টার বাগান দেখতে আসা দর্শনার্থীরা জানান, এই বাগানের মাল্টা অনেক মিষ্টি ও রসাল। আকারেও অনেক রড়। তারা বাগানে নিজেদের ছবি ক্যামেরাবন্ধী করতে ভোলেননি।

নবীন নামে এক দর্শনার্থী জানান, আমি এরকম মাল্টার বাগান আগে দেখেনি। মনে হচ্ছে বিদেশি কোনো মাল্টার বাগান। এর আগে এমন মাল্টার বাগান ইউটিউব বা টেলিভিশনে দেখেছি। আজ সরাসরি বাগান এসে মাল্টা দেখে আমারা মুগ্ধ হয়েছি। যাবার সময় একটি মাল্টার চারা নিয়ে যাবো।

এছাড়াও রুবেল হকের মাল্টা বাগানে থোকায় থোকায় মাল্টা দেখে অনেক উদ্যোক্তা বাগান করার ইচ্ছা পোষণ করেন।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কৃষি কর্মকর্তা সলেহ আকরাম বলেন, আমি রুবেল হকের ৩০ বিঘা দেশি ৩ ধরনের বারি-১ মাল্টার বাগান পরিদর্শন করেছি। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সবধরনের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।


পিএনএস/এমএইউ


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন