১শ’ টাকার কমে পেঁয়াজের পাওয়া সম্ভাবনা নয়: বাণিজ্যমন্ত্রী

  09-11-2019 02:13AM

পিএনএস ডেস্ক: পেঁয়াজের দাম ১শ’ টাকার কমে পাওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, মিশর থেকে ৫০ টন পেঁয়াজ আসলে দেশে পেঁয়াজের দাম একটু কমবে। যা কেজি ১শ’ টাকা দরে হবে।

শুক্রবার রংপুরের একটি হোটেলে ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ভারত থেকে মূলত আমরা পেঁয়াজ আমদানি করে থাকি। সেখানেই বর্তমানে পেঁয়াজের দাম প্রতি কেজি ৮০ টাকা। তা আমাদের দেশে ১শ’ টাকা হবে। তাই ভারত থেকে পেঁয়াজ আমদানি করে কোনো লাভ নেই। তাই আপাতত পেঁয়াজের দাম কমার সম্ভবনা নেই। দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসলে দাম কমবে।

তিনি বলেন, যারা পেঁয়াজের দাম নিয়ে কারসাজি করছেন তাদের ছাড় দেয়া হবে না।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, পেঁয়াজের বাজার দর মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। সব মিলে বর্তমান পরিস্থিতিতে পেঁয়াজের বাজার দর প্রতি কেজি ১শ’ টাকার কম হওয়ার আপাতত কোনো সম্ভবনা নেই।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপালিটন পুলিশের কমিশনার অব্দুল আলীম মাহমুদ, জেলার প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, ইট ভাটা মালিক সমিতির সভাপতি মাহবুবার রহমান, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন