সোনাইমুড়ীতে দুই পরিবারের ছয়জন আইসোলেসনে

  01-04-2020 07:51PM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাস সন্দেহে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউপির দু’টি পরিবারের ছয়জন সদস্যকে আইসোলেসনে রাখা হয়েছে। এদের মধ্যে দুই শিশু, এক কিশোর, একজন পুরুষ, এক তরুণী ও এক নারী রয়েছেন।

মঙ্গলবার রাতে সর্দি ও জ্বর নিয়ে শিশুসহ ছয়জন রোগীর উপসর্গগুলো দেখে তাদের সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসন ওয়ার্ডে ভর্তি করা হয়।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে স্থানীয় জনপ্রতিনিধিদের দেয়া তথ্যের ভিত্তিতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে ছয়জন রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের সবার সর্দি ও জ্বর ছিল। বর্তমানে শিশুরা ছাড়া বাকীদের অবস্থা ভালো।

তিনি আরো জানান, গত কয়েকদিন আগে একজন দুবাই প্রবাসী আত্মীয়ের সংস্পর্শে এসেছিলেন। এরপর থেকে জ্বরে ভুগলেও তারা তথ্য গোপন করে সুস্থ হওয়ার চেষ্টা করেছিলেন। ভর্তি হওয়া সবার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিকেলে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

সোনাইমুড়ীর ইউএনও টিনা পাল জানান, অসুস্থদের বাড়ি দু’টি প্রশাসনের নজরধারীতে রাখা হয়েছে। একই সঙ্গে এলাকায় সর্তকর্তামূলক মাইকিং করা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন