খুলছে না নিউ মার্কেট, বসুন্ধরা ও যমুনা ফিউচার পার্ক

  06-05-2020 09:20PM

পিএনএস ডেস্ক : দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগীর সংখ্যা। এমন পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১০ মে রাজধানীর নিউ মার্কেট চালু করা হবে না।

আজ বুধবার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউ মার্কেট দোকান মালিক সমিতি ভার্চুয়াল মিটিংয়ে এমনটা জানানো হয়।

নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন বলেন, ‘পরিবহন বন্ধ, আমরা দোকান খুলে কি করবো। পরিবহন বন্ধ থাকলে মিরপুরের একজন ক্রেতা দোকানে আসতে পারবেন না। সংক্রামণ বাড়তে থাকলে দোকান খুলে কি করব।’

আশরাফ উদ্দিন আরও বলেন, ‘আমার একজন দোকানি যদি আক্রান্ত হয় এই দায়ভার কে নেবে? তারপরও সংক্রামণ যদি কমতে থাকে এবং নিউমার্কেটের আশপাশের দোকান খুলে দেয় তখন ভেবে দেখা যাবে।’

এর আগে একই সিদ্ধান্তের কথা জানায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।

গত ৪ মে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নির্দেশনা পাঠিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ঈদুল ফিতরকে সামনে রেখে বেশ কয়েকটি শর্ত মেনে আগামী ১০ মে থেকে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছে। ওই দিন থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের শপিংমলগুলো খোলা রাখা যাবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন